As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5326

শিরক-বিদআত

প্রকাশকাল: 29 Aug 2020

প্রশ্ন

আস-সালামুয়ালাইকুম শেইখ, আমার প্রশ্ন ভুল নামকরন নিয়ে, কয়েকদিন আগে একটা চাকরী পেয়েছি, আমার অফিস থেকে আমাকে একটা ইমেইল আইডি দেয়া হয়েছে (email id: [email protected]). আমার সাথে যারা কাজ করবে তাদের অনেকের নামঃ আরিফুর রহমান, রাকিবুর রাহমান । তাদের ইমেল আইডি তাদের নামের সাথে মিল রেখে দেয়া হবে। আমার প্রশ্ন হল, তাদের নামে কোনও ভুল বা শিরক আছে কিনা? যদি কোনও কারনে কোম্পানি তাদের কারো ইমেইল [email protected] দিয়ে দেয়, সেক্ষেত্রে ত কোম্পানির নিয়ম অনুযায়ী এই ইমেইল দিয়েই যোগাযোগ করতে হবে। তাহলে কি আমার শিরক হবে? আর ইমেইল নাম করনের এই সমস্যাটা আধিকাংশ কোম্পানির ক্ষেত্রেই হওয়ার কথা। আর আমি যদি কোম্পানির নির্ধারণ করা ইমেইল এ মেইল না করি তাহলে তোঁ চাকরী করাটাই প্রায় অসম্ভব। এ বিষয়ে আমি কি করতে পারি? বলে রাখা ভাল চাকরী টাও আমার জন্য জরুরি। আমার নাম ও ইমেইল অর্থগত দিক দিয়ে ঠিক কিনা সেটাও জানাবেন দয়া করে। খুব একটা গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, শিরক হবে না। এই ইমেইল ঠিকানায় কাজ করতেও সমস্যা নেই। আপনি চাকুরী করুন। আপনাম নাম ঠিক আছে।