আসসালামু আলাইকুম। প্রশ্ন ১ঃ আমি তুর্কিতে থাকি। এইখানে যখন সবাই মিলে সম্মিলিত দরূদ পাঠ করে তখন তারা সুরে সুরেঃ আল্লাহুম্মা সাল্লিয়ালা সাইয়্যেদেনা মুহাম্মাদিনিন নাবিয়্যিন উম্মিয়ি, ওয়া আলা আলীহি ওয়া আসহাবি ওয়া সাল্লিম এই দরূদ এর কোণ দলীল কি হাদীস থেকে পাওয়া যায়? তাদের সাথে এইভাবে দরূদ পড়া যাবে কিনা। আমাদের জানা মতে সাঃ এবং নামাযের দরূদ এই ২টাই জানি। প্রশ্ন ২ঃ এইখানে অনেক্ষেত্রে ইমাম খুব দ্রুত নামায আদায় করে। এমন ও হয়েছে যে সিজদায় যাওয়ার পর (আমি) হাই উঠানোর কারনে একবার ও তসবিহ পড়ার আগেই ইমাম সিজদাহ শেষ করে উঠে যান। সেক্ষেত্রে আমি সিজদাহ মিস করে ফেললাম এবং সিজদাহ মিস করার কারনে আমাকে কি ঐ রাকআত আবার পড়া লাগবে নাকি ইমাম উঠে গেলেও আমি ৩বার তাসবিহ পড়ে তারপর উঠবো। বাংলাদেশে যেখানে দ্রুত তারাবীর নামায পড়া হয় সেখানেও এরকম হওয়ার সম্ভবনা আছে। প্রশ্নের উত্তর যদি ইমেইলের মাধ্যমে দিতেন তাহলে খুব ভালো হত। জাজাকাল্লাহু খাইরান। A F M Suaib Akhter PhD Student Department of Computer and Information Engineering Sakarya University Sakarya, Turkey