ওয়া আলাইকুমুস সালাম। ৭৮ কিলো বা তার চেয়ে বেশী দরত্বে সফরের নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে নিজ এলাকা ছাড়ার পর আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন। মুসাফির হিসেবে গণ্য হওয়ার পর আপনি একাকী সালাত আদায় করলে ৪ রাকআত বিশিষ্ট ফরজ সালাতগুলো ২ রাকআত আদায় করবেন। গাড়িতে থাকলে চেষ্টা করবেন গাড়ি থেকে নেমে সালাত আদায় করার জন্য, যদি সম্ভ না হয় তাহলে গাড়ির মধ্যেই আদায় করবেন। যদি ১৪ দিন বা তার চেয়ে কম সময় অবস্থানের নিয়ত করেন তাহলে পুরো সময়ই মুসাফির হিসেবে গণ্য হবেন। আর যদি ১৫ দিন বা তার চেয়ে বেশী দিন থাকার নিয়ত করেন তাহলে গন্তব্যে পৌছার সঙ্গে সঙ্গে আপনার মুসাফিরের হুকুম বাতিল হয়ে যাবে, আপনার জন্য মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে না, আপনি স্বাভাবিক নিয়ম সালাত-সিয়াম আদায় করবেন। প্রয়োজনে 01762629405