আস-সালামু আলাইকুম, একজন মুসলিম হিসেবে সব সময় মনে করি জন্মদিন পালন করা ইসলামি শরীয়ত বিরোধী কাজ । সব জায়গায় আমি এটা মেনে চলি, কিন্তু অফিস এ মাসিক কারো না কারো জন্মদিন উপলক্ষ থাকে এবং সেখানে ১০০/২০০/৩০০ করে সবার থেকে টাকা তুলে খাবার ব্যাবস্থা করা হয় । আমি সেই খাবার ও সেখানে উপস্থিতি কাজের উছিলায় এড়াতে পারলেও, টাকা আমাকে দিতেই হয় । এক্ষেএে আমার করনীয় কি । শুধু এভাবে টাকা দিলেও কি আমি গুনাহগার হবো?
আশা করি জানাবেন ।