As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5304

ঈমান

প্রকাশকাল: 7 Aug 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, একজন মুসলিম হিসেবে সব সময় মনে করি জন্মদিন পালন করা ইসলামি শরীয়ত বিরোধী কাজ । সব জায়গায় আমি এটা মেনে চলি, কিন্তু অফিস এ মাসিক কারো না কারো জন্মদিন উপলক্ষ থাকে এবং সেখানে ১০০/২০০/৩০০ করে সবার থেকে টাকা তুলে খাবার ব্যাবস্থা করা হয় । আমি সেই খাবার ও সেখানে উপস্থিতি কাজের উছিলায় এড়াতে পারলেও, টাকা আমাকে দিতেই হয় । এক্ষেএে আমার করনীয় কি । শুধু এভাবে টাকা দিলেও কি আমি গুনাহগার হবো?
আশা করি জানাবেন ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এই কুসংস্কারমূলক কাজে টাকা দেওয়াটাও আপনার ঠিক হবে না, গুনাহ হতে পারে। আপনি কোন ভাবে টাকা দেওয়াটাও এড়িয়ে চলুন। তবে কারও জন্মদিন উপলক্ষে নয়, এমনতেই প্রতি মাসের যে কোন তারিখে আপনারা সবাই মিলে একটি ভালো খাবারের আয়োজন করতে পারেন, এতে কোন সমস্যা নেই।