আস-সালামু আলাইকুম ১। আমার ভাতিজা বেকার। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। সে তার পিতার সাথে থাকে। তার পিতা মোটামুটি সচ্ছল। কিন্তু ভাতিজা নিজ স্ত্রী-সন্তানের জন্য মৌলিক চাহিদা পূরণে তার পিতার নিকট থেকে সর্বদা শতভাগ সহযোগিতা পায় না। এমতাবস্থায় ভাতিজাকে যাকাতের টাকা দেয়া যাবে?
২। সুদখোরকে কি যাকাতের টাকা দেয়া যাবে?