As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5298

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 Aug 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি একটি প্রোডাক্ট নিয়ে কাজ করি। প্রোডাক্টের মধ্য কিছু মাদকদ্রব্য সংমিশ্রণ আছে। এবং যে দেশে প্রোডাক্ট টা বিক্রি করি সেখানের সরকার সেটার অনুমতি দিছে সেটা নেশা করা যাবে না এবং পরিমান মতো যে কেউ চাইলে ক্রয় করতে পারে এবং ওই প্রডাক্ট গুলোর অনুমোদন তাদের স্বাস্থ্য বিভাগ থেকে দেওয়া হয় এবং সেটা বিশ্বের সেরা স্বাস্থ্য বিভাগ এবং দূর্নীতি ইত্যাদি চান্স ০% বললে চলে। এখন সমস্যা হচ্ছেঃ যে প্রোডাক্ট টা নিয়ে আমি কাজ করি এটা আমাদের দেশেও আমরা গ্রহণ করি বিভিন্ন ধরনের ঔষধের সাথে। আমিও যে প্রোডাক্ট নিয়ে কাজ করি ওটা ক্যান্সার রোগী হতে বাচ্চাদের কেও দেওয়া হয় গ্রহণ করতে পরিমান মতো ও ত্বকে ব্যাবহার করা হয় ইত্যাদি। কিন্তু ওটায় মাদকদ্রব্য সংমিশ্রণ আছে, আমি যদি ওটা নিয়ে কাজ করি তাহলে কি আমি গুনাহের কাজ করা হবে? যেহেতু আপনি কিন্তু ওটা গ্রহণ করছেন বিভিন্ন ধরনের ঔষধের সাথে। কিন্তু ওদের দেশে ভিন্ন ভাবে এটা দেওয়া হয় বা বিক্রি হয়? আশা করি আমার সমস্যার সমাধান আছে!!?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দেশে এতো হালাল ব্যবসা থাকতে আপন কেন মাদকদ্রব্য সংমিশ্রণ আছে এমন প্রডাক্ট নিয়ে কাজ করতে চাইছেন সেটা বোধগম্য নয়। আর মাদকদ্রব্যের সংমিশ্রণ ছাড়াও নিশ্চয় ঐ সব রোগের আরো ওষুধ আছে। সুতরাং কোনভাবেই আপনি এই ব্যবসা করবেন না। রাসূলুল্লাহ সা. বলেছেন,إِنَّ الْحَلاَلَ بَيِّنٌ وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لاَ يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِى الشُّبُهَاتِ وَقَعَ فِى الْحَرَامِ নিশ্চয় হালালকাজগুলো বলে দেয়া হয়েছে এবং হারামগুলোও বলে দেয়া হয়েছে। এই দুয়ের মাঝে আছে সন্দেহযুক্ত বিষয়। অধিকাংশ মানুষ তা জানে না। সুতরাং যে সন্দেহ থেকে বেচেঁ থাকবে সে তার ধর্ম ও সম্মানকে মুক্ত রাখবে আর যে সন্দেহের মধ্যে পতিত হবে (অর্থাৎ হালাল নাকি হারাম তা স্পষ্ট হচ্ছে না এমন সন্দেহ যুক্ত কোন কাজ করবে) সে হারাম কাজ করবে। সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৮।