As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5294

ফারায়েজ

প্রকাশকাল: 28 Jul 2020

প্রশ্ন

বাবার বাড়ি থেকে পাওয়া সম্পদ মা কি যে কোন সন্তানকে লিখে দিতে পারবে? নাকি সমান ভাগ করে প্রত্যেক কে দিতে হবে?

উত্তর

জীবিত অবস্থায় এই সম্পদ মা তার সন্তানদের মাঝে বন্টন করে দিবে না, মা মারা যাওয়ার পর সন্তানেরা ওয়ারিশ হিসেবে এই সম্পদ ইসলামী বিধান অনুযায়ী ভাগ করে নিবে।জীবিত অবস্থায় দিতে চাইলেও সকল সন্তানকে দিবে, তবে একটু কম-বেশী করে দিতে সমস্যা নেই। জীবিত অবস্থায় সকল সম্পদ সন্তানদের তাদের নামে লিখে দেওয়া আদৌ উচিত নয়, এতে নানাবিধ সমস্যা হয়।