জীবিত অবস্থায় এই সম্পদ মা তার সন্তানদের মাঝে বন্টন করে দিবে না, মা মারা যাওয়ার পর সন্তানেরা ওয়ারিশ হিসেবে এই সম্পদ ইসলামী বিধান অনুযায়ী ভাগ করে নিবে।জীবিত অবস্থায় দিতে চাইলেও সকল সন্তানকে দিবে, তবে একটু কম-বেশী করে দিতে সমস্যা নেই। জীবিত অবস্থায় সকল সম্পদ সন্তানদের তাদের নামে লিখে দেওয়া আদৌ উচিত নয়, এতে নানাবিধ সমস্যা হয়।