As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5288

নফল সালাত

প্রকাশকাল: 22 Jul 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, মুহতারাম, আমরা অফিসে নামাজের জন্য একটা জায়গা ঠিক করে সেখানে জামায়াতে সালাত আদায় করি। জায়গাটা আমার ডেস্ক থেকে 10-12 ফুট দুরে পাশের কক্ষে। আমি কি সেখানে উপস্থিত হয়ে তাহিয়্যাতুল মসজিদ সালাত আদায় করবো? কেননা সেটাতো মসজিদ নয়। তাহলে তাহিয়্যাতুল বা দুখুলুল মসজিদ হয় কি? যাযাকুমুল্লাহ খয়রান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মসজিদ না হলেও যেহেতু সালাতের জন্য ঐ জায়াগা আপনারা ঠিক করেছেন তাই, সেখানে প্রবেশ করে দুই রাকআত সুন্নাত পড়তে পারেন। ইনশআল্লাহ দুখুলুল মসজিদ এর সওয়াব পাবেন।