আস-সালামু আলাইকুম স্যার।আমার একটি প্রশ্ন আছে। আমি কোন আলেম না। সাধারন। নরমাল জব করি। ধর্মীয় বই পড়ি। যেমন বাংলা হাদিস, তাফসির এবং অন্যানো ধর্মীয় গ্রন্থ। আমি দেখি মানুষ নামাজ সহ প্রায় সব ইবাদতে কিছু ভুল করছে। আমার প্রশ্ন হল আমি যদি এদেরকে ভুলটি ধরিয়ে না দিই তাহলে কি আমার পাপ হবে?
কিন্তু আমি কোন আলেম না। আর আমি ভুল ধরিয়ে দিলে তারা তিরস্কার করতে পারে আমাকে আরও ধমক দিতে পারে এমনকি সমালোচনা ও করতে পারে। এখনকার মানুষতো আলেমদের কথা শুনে। আর আমার উচ্ছা হলেও আমি বলি না। কারন আমার মুখে দাড়ি নাই। শার্ট প্যান্ট পরা এক যুবক। সমাজেও বড় না, নিচু। দয়া করে জানাবেন। ।