ওয়া আলাইকুমুস সালাম। ওয়াক্তের মধ্যে শুরু করে পরের ওয়ক্তে বা ওয়াক্ত শেষ হওয়ার পর সালাত শেষ করলে জোহর, মাগরিব ও এশার সালাত সালাত বাতিল হয়ে যাবে। পুনরায় সালাত আদায় করতে হবে। ফরজ ও আসরের ক্ষেত্রে সালাত বাতিল হবে ন, সালাত শুদ্ধ হবে। عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ ، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ
অর্থ: আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার পূর্বে ফজরের এক রাকআত পাবে সে ফজর পেয়েছে বলে গণ্য হবে আর যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার পূর্বে আসরের এক রাকআত পাবে সে আসরের সালাত পেয়েছে বলে গণ্য হবে। সহীহ বুখারী হাদীস নং ৫৭৯; সহীহ ইবনে খুজায়মা, হাদীস নং ১৫৮৩।