আসসালামু আলাইকুম, শাইখ। আমার খালু ইসলামী ব্যাংকে ম্যানেজার পদে চাকুরী করে। এই চাকুরী ছাড়া অন্য কোনো জায়গা থেকে তার উপার্জন আসে না। যেহেতু আমার খালু-খালা আমাদের পাশের বাসাতেই থাকে। তাই মাঝে মাঝে আমাদের দাওয়াত দেয়। যারা ব্যাংকে চাকুরী করে তাদের বাসায় খাওয়া হারাম। কিন্তু যদি আমি দাওয়াত গ্রহণ না করি তবে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার পাশাপাশি পিতা মাতারও অবাধ্য হতে হবে। এক্ষেত্রে আমার করণীয় কি?