As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5267

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 Jul 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম
আমি একজনকে ১০০০০০০ টাকা দিলাম সে ব্যবসা করে আমাকে প্রতি মাসে কিছু টাকা দিবে কিন্তু আমার ১০০০০০০ টাকা ফিক্সড থাকবে এটা সুদ কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ব্যবসা করে টাকা দিলে তো সুদ হবে না, তবে আপনার টাকার লাভের কত শতাংশ আপনি পাবেন, কত শতাংশ সে পাবে এটা নির্দিষ্ট হতে হবে। এবং লাভ অনুযায়ী লসের ভাগও উভয়ে নেওয়ার চুক্তি করতে হবে। সুরতাং তার সাথে আপনি নতুন করে চুক্তিটি করুন।