আস-সালামু আলাইকুম,
ইসলামে নন-মাহরাম নারী রোগীদের দেখতে যাওয়ার বিধান কি? যদি মুমুর্ষ রোগী হয়- যেখানে পর্দা ঠিকমত রাখা সম্ভব নয় (যেমন- প্যারালাইজড রোগী, ইউরিন ব্যাগ থাকাতে এবং পিঠে ঘা হয়ে যাওয়ার দরুন কাপড় সতর এর অনেকংশেই খুলে রাখতে হয়)? এছাড়াও স্বাভাবিক অবস্থায় নারী নন-মাহরাম আত্নীয়দের সাথে কি শুধু ফোনে যোগাযোগ রাখব? যেহেতু বর্তমান সময়ে বেশীরভাগ একক পরিবার এবং বাসায় নারীরা একা অবস্থান করে? আত্নীয়তার সম্পর্ক রক্ষা করার জন্যে শুধু ফোনে যোগাযোগ রাখলে কি সেটি আদায় হয়ে যাবে (পর্দা এবং গীবতের কারণে যদি কাছাকাছি না থাকি )