আস-সালামু আলাইকুম। কেউ যদি অমুসলিমদের হক নষ্ট করে তাহলে কি বিচার দিবসে যে ব্যক্তি হক নষ্ট করেছিল তার সকল ভলো কাজ ঐ অমুসলিমকে তার আমলনামায় দিয়ে দেয়া হবে, যদিও সে শিরককারী হয়? আর হক নষ্টকারী ব্যক্তির যদি কোন ভালো কাজ না থাকে তাহলে কি শিরককারী ব্যক্তির গুনাহ কি ঐ (হক নষ্টকারী ব্যক্তির) নিজের ঘাড়ে নিতে হবে? আর এইভাবে শিরককারী ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? এই প্রশ্নটা আমার মাথায় অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছে। দয়া করে জানালে উপকৃত হতাম। কারণ আমি জানি শিরককারীরা কোনদিন জান্নাতে যেতে পারবে না।