আসসালামু আলাইকুম, স্যার, আমি আমার আগের প্রশ্নের সাথে কিছু যোগ করতে চাই। আমি যে মেয়েকে বিয়ে করতে চাই তাকে আমার মা গতকাল বলে এসেছে তুমি আমার ছেলের পথ থেকে সরে যাও। তোমাকে আমার ছেলে ছাড়া কেউ পছন্দ করছে না। আমি তার সাথে গত মাসের ২১ তারিখের আগে সর্বশেষ কথা বলেছিলাম। তাতে আমার কাছে তাকে ধার্মিকা ও শরীয়ত সমপরকে অবহিতা মনে হয়েছে। কখনই তাকে মানসিক প্রতিবন্ধী মনে হয়নি। তাকে যখন দেখি আমার মনে হয়নি তার ভ্রূ প্লাক। তাকে আমার কাছে অনেক সুন্দরী মনে হয়েছে ও লম্বাও আমার কাছাকাছি মনে হয়েছে। অথচ আমার মা আমাকে বলেছে তার ভ্রূ প্লাক করা, খাটো, পাগল, মেকআপ করা বলেছে। আমার জানামতে সে নেকাবসহ বোরখা পরে। আমার সাবেক স্ত্রীর সাথে বিয়ের আগের দিন তার ছবি দেখে বলেছিলাম সে ভ্রু প্লাক করে। কিন্তু তখন এটাকে গুরুত্ব দেয়নি। বলেছিল বিয়ের পর নিষেধ করলে ঠিক হয়ে যাবে। তার মেকআপ ছিল অথচ বিয়ের আগ পর্যন্ত আমার মা ভাবি কেউই বুঝতে পারেনি। আমি আমার মাকে প্রায় দেড়মাস আগে আমার পছন্দের মেয়েটিকে দেখতে যাওয়ার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু আমার মা আমার অনুরোধ রাখেনি। তাদের পছন্দের মেয়েকে আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টার সাথে সাথে আমার পছন্দের মেয়ের প্রতি আমার দু্রবলতা বেড়েছে। তাকে গতকাল চরমভাবে অপমান করার কারণে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তার স্কুলে গিয়ে তাকে এভাবে অপমান করাটা আমাকে ভীষণভাবে পীড়িত করছে। আমি তাকে মার্চ এর ৪ তারিখে দেখেছিলাম। আমি তার লেখাপড়া, চাকরি প্রভৃতি জানার পর আমার নিজের বরণনা দিয়ে বললাম আমি পাবলিক বিশ্ববিদ্যালয় এ পড়লেও আমি নিজেকে সাধ্যমত নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি ও আমি ক্লাস ফোর থেকে নামাজ পড়ি। সে বলল মানুষের ঈমানটাই আসল। আমি এটা শুনে খুব খুশি হলাম। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনারস মাষ্টারস করেছি অথচ আমার পিতামাতা আমার মতামতের মূল্য দেয়না। এখন আমি কি করব স্যার? তারা আমাকে হুমকি দিচ্ছে ঐ মেয়েকে বিয়ে করলে তারা আমার সাথে সম্পর্কচ্ছেদ করবে। আমি আমার পিতামাতাকে হারাতে চাই না আবার এই কষ্টও সহ্য করতে পারছি না।