আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু, আমার নাম সাজিদ আল মামুনুল হক। আমি একজন Accountant। আমি আর আমার পরিবার অস্ট্রেলিয়ার সিডনিতে থাকি ১৬ বছর। আমরা সদ্য হেদায়াত প্রাপ্ত মুসলিম বলতে পারেন। আপনার কুরআন এবং হাদিস এর সব আলোচনা দেখার এবং মানার চেষ্টা করি। আপনার কাছ থেকে ইসলাম শেখার চেস্তা করি। আপনার সাথে যোগাযোগ রাখতে চাই। নিশ্চয়ই আপনি আমাদের নিরাশ করবেন না। ১. আমরা প্রাই সব আলোচনাই দেখি বিজ্ঞ আলোচক শুধু রিবা নেওয়ার বিষয়ে আলোচনা করে, রিবা দেওয়ার ব্যাপারে কিছু বলে না। অধিকাংশ মানুষ কিন্তু রিবা নেয় না বরং দিয়ে থাকে। আমরা যারা প্রবাস এ থাকি তারা প্রায় সবাই দুনিয়াবি প্রতিযোগিতাই নিমজ্জিত হয়ে রিবা করে গাড়ী, বাড়ি আরও অনেক কিছু করে থাকি। এমনকি ঋণ নিয়ে উমরা বা হজ্জ ও করে। তারা অনেকেই জানে রিবা কি আর তার শাস্তি কি বলে কুরআন এবং হাদিসে। কিন্তু জেনেও না জানার ভান করে। আর কুরআন ও হাদিস এর ভুল ব্যাখ্যা দিয়ে নিজেদের অপরাধ কে ধামাচাপা দিয়ে অন্য কে বলে আল্লাহর কাছে বার বার নামাজ, রোজা, হজ্জ, যাকাত, সদাকা আর বেশি বেশি দোয়া করে নিলে আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। যেহেতু আল্লাহ্ মিরাজ এ রাসুলুল্লাহ সাল্লাহু কে বলেছেন যে তোমার উম্মত যদি শিরক না করে আমি তাদের সব গুনাহ মাফ করে দিব। এ কথা শুনে সবাই নিশ্চিত, যা করি না কনো মুসলিম হয়ে যখন জন্ম নিয়েছি আল্লাহ্ আমাদের গুনাহ হইত মাফ চাইলে মাফ করে দিবেন। প্রস্ন হল কাবিরা গুনাহ মাফ করার শর্তগুলা কি কি? যারা ভারা বাসাই থাকে তাদের ভারাটা একটা খরচ। এই খরচ কি তাদের জন্য সাদাকা হিসাবে গণ্য হবে যেহেতু তারা তাদের নাফস কে রিবা হতে দমন করে সমাজে হেয় হয়ে থাকছে অথচ তারা ইচ্ছা করলেই ব্যাংক থেকে সুদে ঋণ নিয়ে বাড়ি কিংবা সম্পত্তি করতে পারত কিন্তু করেনি। তাহলে তাদের সামাজিক মর্যাদা ইসলাম এর দৃষ্টতে কি হবে? রিবা করে যারা আমল করছে তাদের আমল কি আল্লাহ্ গ্রহণ করছে? যেমন গিবত করলে আমল নষ্ট হয় ঠিক একই ভাবে রিবা করে নামায রোজা দোয়া করলে কি আমল থিক থাকছে নষ্ট হচ্ছে না? অনেকেরই ধারনা সাইয়াুদুল ইস্তেগফার, সূরা মূলক, হজ্জ ইত্যাদি আমল করে রিবার গুনাহ মাফ করিয়ে ফেলবে কিন্তু রিবা করে বাড়ি গাড়ি করা বাদ দিবে না। তাহলে যে বলা হোল, যে রিবা করলো সে আল্লাহ্ ও রাসুল এর সাথে যুদ্ধ ঘোষণা করল। সে ক্ষেত্রে এই সূরা মূলক,দোয়া বা ইস্তেগফার কি তাকে বাঁচাতে পারবে? উপরে লিখা প্রশ্ন গুলোর সঠিক ব্যাখ্যা কুরআন ও সুন্নার আলোকে reference সহ যদি দিতেন তাহলে প্রবাসের অনেক দিন ই ভাইরা আপনার মাধ্যমে উপকৃত হোতো। যাজাক আল্লাহ্ খাইর। সাজিদ হক, যোগাযোগ- +61434199407, ইমেইল- [email protected]