As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5242

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 Jun 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
দাড়ি রাখার ব্যপারে ইসলামের বিধান কি? মুসলিম সভ্যতার অনেক বড় বড় অনুকরণীয় ব্যক্তির মুখেই দাড়ি ছিলনা। বর্তমানে মুসলমান দেশগুলার বেশিরভাগ মানুষই দাড়ি কামিয়ে রাখে। তারা কি অজ্ঞতাবশত দাড়ি কামায় নাকি নিজেদের সুবিধার জন্য এটা করে?

উত্তর

দাঁড়ি রাখা মূমিনের একান্ত কর্তব্য। রাসূলুল্লাহ স. দাঁড়ি রাখতে আদেশ দিয়েছেন, দাঁড়ি নিজে রেখেছেন, দাঁড়ি কাটতে নিষেধ করেছেন। এই বিষয়ে নিচের হাদীসটি লক্ষ করুন: عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ ، وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ ، أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ.অর্থ: নাফে ইবনে উমার রা. থেকে তিনি রাসূলুল্লাহ সা. থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধাচারণ করো, তোমরা দাঁড়ি ছেড়ে দাও এবং গোঁফ কে কটে ফেলো। (নাফে বলেন,) আব্দুল্লাহ্ ইবনে উমার রা. যখন হজ্ব কিংবা উমরা করতে যেতেন তখন একমুষ্টির উপরের দাঁড়ি কেটে ফেলতেন। সহীহ বুখারী, হাদীস নং ৫৮৯২। সুতরাং মুমিনের দায়িত্ব হলো দাঁড়ি লম্বা করে কম পক্ষে একমুষ্টি করে রাখা। বিস্তারিত জানতে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত পোশাক বইয়ের ৫ম অধ্যায়ের দাড়ির পরিচ্ছেদটি দেখুন। মুসলিম সভ্যতার অনেক বড় বড় অনুকরণীয় ব্যক্তির মুখেই দাড়ি ছিল না আপনার এই কথা ঠিক নয়। ইউরোপ-আমেরিকার হাতে বিশ্বের নেতৃত্ব আসার পূর্বে তথা ২০০ বছর আগেও মুসলিমদের মাঝে দাঁড়ি কাটার প্রচলন ছিলো না, অনুকরণীয় ব্যক্তি তো প্রশ্নই আসে না। এরপর থেকে অনেকেই রাসূল সা. এই আদেশকে অমান্য করছেন, অবহেলা করছেন। কেন করছেন, তারা ভালো জানেন। তবে ইসলাম ধর্মে দাঁড়ি কাটা নিষিদ্ধ। আরো জানতে আমাদের দেয়া 0963 নং প্রশ্নের উত্তর দেখুন।