আস-সালামু-আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুদি ব্যাংকে চাকরি করে এমন কোন পাত্রের সাথে বোনের বিবাহ দেওয়া কি জায়েজ হবে?
উত্তর
ওয়া আলাইকুমুস। সুদভিত্তিক ব্যাংকে চাকুরী করা ইনকাম হালাল নয়, সুতরাং হারাম ইনকামের কোন মানুষের সাথে আপনি আপনার বোনের বিবাহ দিতে পারেন না। হালাল উপার্জনকারী আল্লাহভীরু ছেলের সাথেই কেবল বিবাহ দিবেন।