As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5231

সালাত

প্রকাশকাল: 26 May 2020

প্রশ্ন

মুক্তাদীর সুরা ফাতিহ পড়া শেষ করতে না করতেই ইমাম রুকুতে চলে যায় তারপর আবার তাশাহুদ এর ক্ষেত্রে তাশাহুদ শেষ না হওয়ার আগেই ইমাম সালাম ফিরাই সে ক্ষেত্রে আমাদের করণীয় কি?

উত্তর

ইমাম সাহেবকে আপনার সমস্যার কথা বলবেন, তাহলে আশা করি সে আরো সময় লাগাবেন। তবে এ ক্ষেত্রে মুক্তাদি সূরা ফাতিহা পুরো শেষ করত না পারলেও ইমামের সাথে রুকু করবেন, কারণ শেষ দুই রাকআতে সূরা ফাতিহা পড়া সুন্নাত, আর ইমামের সাথে রুকু করা ফরজ। আর শেষ বৈঠকে ইমাম সাহেব সালাম ফিরালেও মুক্তাদির পুরো দুআ শেষ করে সালাম ফেরাতে কোন সমস্যা নেই। আর প্রথম বৈঠকে মুক্তাদি তাশাহুদু শেষ করেই তৃতীয় রাকআতের জন্য দাঁড়াবে। কারণ তাশাহুদু পড়া ওয়াজিব।