As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5226

নামায

প্রকাশকাল: 21 May 2020

প্রশ্ন

শায়েখ, আজ যোহরের সালাতে ইমাম শেষ রাকাআতে একটা সাজদাহ কম দিয়ে সালাত শেষ করে ফেলেছে মুক্তাদিরা কেউ লুকমা দেননি। এক্ষেত্রে করণীয় কি?

উত্তর

দুইটা সাজদাহ দেয়া ফরজ। আর ফরজ ছুটে গেলে নতুন করে নামায পড়তে হয়। সুতরাং ইমামসহ আপনারা সকলেই পুনারায় যোহরের নামায পড়বেন।