As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5222

শিরক-বিদআত

প্রকাশকাল: 17 May 2020

প্রশ্ন

(মৃত ব্যক্তির জন্য সূরা ফাতিহা ও ইখলাস পড়া কি সুন্নাহ সম্মত?

উত্তর

মৃত ব্যক্তির জ্য সওআবের নিয়তে কুরআন পড়লে সেই সওয়াব মৃত ব্যক্তি পাবে মর্মে কোন হাদীসে নেই। তবে মৃত ব্যক্তির সন্তানদের সওয়াবের অংশ পিতামাতা এমনিতেই পাবে। তবে তাদের জন্য দান-সদকা করলে তার সওয়াব তারা পাবে। এই বিষয়ে বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0304 নং প্রশ্নের উত্তর।