আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। বিয়ের পর মা বাবা চায় ছেলের বউ তাদের কাছেই থাকুক, তাদের একমাত্র উদ্দেশ হল এতে করে তাদের কাজের চাপ কমবে, আবার ছেলে চায় আমি বিয়ে করছি স্ত্রীর সাথে একটু সুন্দর এবং হালাল সম্পর্ক স্থাপন করার জন্য। আর এই জন্য বউ কে তার কর্মস্থলের বাসায় নিয়ে যেতে চায়। ছেলের পক্ষে প্রতি সপ্তায় বা ১৫ দিনে বাড়ীতে আসা সম্ভবপর নয়। আসলে ও দেড় মাস বা ২ মাস পর আসতে হয়। আমার বেক্তিগত উপলব্ধি হল স্বামী-স্ত্রী আলাদা আলাদা থাকলে আন্তরিকতা বাড়ে না বরং সেটা অনেক কমতে থাকে। এখন বাবা মার অমত বা হালকা রাগ থাকলে ও কি ছেলে তার স্ত্রীকে তার কর্মস্থলের বাসায় নিয়ে যেতে পারবে কি না হজরতের কাছে পরামর্শ আশা করছি।