As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5217

বিবাহ-তালাক

প্রকাশকাল: 12 May 2020

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমি ২০১৯ সালে আমার স্ত্রী কে ডির্ভোস দেই কাজী অফিসে, তখন কাজী সব কাগজ ঠিক করে আমাকে একজন সাক্ষীর সামনে দুই বার বলায় আমি তালাক দিলাম, আমি এটা বলি ও কাগজে সাক্ষর করি। তারপর সব তালাক নোটিশ পাঠানো হয়। আমার স্ত্রী কোন প্রকার যোগাযোগ করে নাই আমার সাথে তখন, এখন অনেক দিন পর প্রায় ২ বছর পরে আমার ডির্ভোস দেয়া স্ত্রী ফেরত আসতে চায়। আমি ইসলাম অনুযায়ী কি ভাবে তাকে পুনরায় স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারি। বা আমি কি গ্রহণ করতে পারবো কি না। এর সঠিক নিয়মটা আমি জানতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কাগজে কয় তালাকরে কথা লেখা আছে সেটা তো লিখলেন না। আপনি স্বেচ্ছায় তালাক দিয়েছেন, কাগজে সাক্ষর করেছেন। যদি ২ তালাক কাগজে লেখা থাকে তাহলে দুই তালাক পতিত হবে, আপনারা এখন পুরায় বিয়ে করে সংসার করতেপারবেন, পরে যদি কোন তালাক দেন তাহলে চিরতরে সম্পর্ক ছিন্ন হয়ে যাব, আর একত্র হওয়ার সুযোগ নেই। আর যদি তিন তালাক লেখা থাকে তাহলে এখন আর সংসার করার সুযোগ নেই। তবে যদি ঐ স্ত্রীর অন্য কোথাও বিবাহ হয় এবং সেখানে সংসার করে আর ঐস্বামী মারা যায় বা স্ত্রীকে তালাক দেয় তাহলেই কেবল আপনি তাকে বিবাহ করতে পারবেন। প্রয়োজনে 01762629405 যে কোন দিন এশার পর।