আসসালামু আলাইকুম শায়েখ, কেউ যদি জামাআতে সালাত আদায় করার সময় একটা সিজদা দিয়ে দ্বিতীয় সিজদার সময় ঘুমের কারণে ভুলে না দিয়ে বসে থাকে। এরপর হুজুর যখন দারিয়ে যায় তখন আবার হুজুরের সাথে দারিয়ে যায় এবং যথাযথভাবে নামাজের পরবর্তী অংশ শেষ করে। তার ঐ একটা সিজদা মিস হওয়ার কারণে কি নামাজ সম্পূর্ণ হবে? নাকি তাকে সম্পূর্ণ নামাজ আবার পড়তে হবে?
জাযাকুমুল্লাহ