As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5197

যাকাত

প্রকাশকাল: 22 Apr 2020

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, ২মাস আগে মৃত পিতার সম্পত্তি থেকে পাওয়া অর্থের যাকাত দিতে হবে? জানালে উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই সম্পত্তি পাওয়ার আগেই আপনার উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে এই সম্পত্তিসহ পুরো যাকাতযোগ্য সম্পত্তির যাকাত আপনাকে দিতে হবে। আর যদি এই সম্পত্তি পাওয়ার পর আপনার উপর যাকাত ফরজ হয় তাহলে এটা পাওয়ার এক বছর পর যাকাত দিতে হবে। প্রয়োজনে 01762629405 যে কোন দিন এশার পর।