As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5192

হালাল হারাম

প্রকাশকাল: 17 Apr 2020

প্রশ্ন

হুজুর আমার বয়স ১৯ বছর। আমার আগে একটা মেয়ে সন্তান আছে। তার বয়স ১৫মাস। এমতাবস্থায় আবারও বাচ্চা কন্সিভ হয়েছে ১মাস ২-১ দিন। আমার প্রথম বাচ্চা বুকের দুধ কম পায়। তার ওজন ও কম আছে। দুইটা বাচ্চা একসাথে পালতে ও খুব হিমশিম হয়ে যাবে আমার। পাশে কেও নাই। এখন কি করা উচিত আমার?এদিকে হারাম কাজ ও আমি করব না। প্লিজ হুজুর আমার উত্তর টি শিঘ্রই দিবেন। বৈধ কোন উপায় থাকলে বলবেন হুজুর।

উত্তর

আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন। তিনি যদি বলেন, আগত সন্তানের কারণে আপনার কিংবা আপনার বর্তমান সন্তানের বড় কোন সমস্যা হবে তাহলে তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিবেন। আর যদি বড় কোন সমস্যা না হয়, আপনার পরিশ্রম ও কষ্ট দুজনের কারণে একটু বেশী হবে তাহলে আগত বাচ্চা নষ্ট করবেন না।