As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5184

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 9 Apr 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ
আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে Service Engineer হিসেবে কর্মরত রয়েছি। একটি নষ্ট মেশিন সার্ভিস করার জন্য অনেক সময় পুরাতন Spair Parts ব্যবহার করা হয় এবং সার্ভিস বিল করার সময় নতুন Spair Parts এর যে দাম সেই দাম ই রাখা হয়। সার্ভিস বিলের কাজটি করে থাকেন প্রতিষ্ঠানের Managing Director. আমার প্রশ্ন হলো প্রতিষ্ঠানের একজন Employee হিসেবে আমার উপার্জনটা কি হারাম হচ্ছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।আপনার প্রশ্ন অস্পষ্ট।Spair Parts সরবরাহ করার দায়িত্ব কার সেটা লেখেন নি। যদি আপনার দায়িত্ব শুধু সর্ভিসিং করা হয়, Spair Parts কেনার দায়িত্ব অন্যজনের হয় তাহলে আপনার উপার্জন হালাল। যারা নতুনের বদলে পুরাতন দিচ্ছে তারা দোষী হবে। আপনার পক্ষে যদি এই অনিয়ম বন্ধ করা সম্ভব হয় তাহলে বন্ধ করার জন্য কাজ করবেন। সম্ভব না হলে কোন কিছু করার দরকার নেই, আপনার দায়িত্ব আপনি পালন করবেন। আর যদি Spair Parts কেনার দায়িত্ব আপনার হয় আর আপনি তাদের সাথে যোগদিয়ে অনিয়মে অংশ নেন তাহলে অবশ্যই আপনার টাকা শতভাগ হালাল হবে না।