As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 518

হাদীস

প্রকাশকাল: 1 Jul 2007

প্রশ্ন

স্যার, আস-সালামু-আলাইকুম. আমি বেশ কয়েকজন বক্তাকে বলেতে শুনেছি যে কোন এক সাহাবী নামাজের মাধ্যমে তিনি তার মৃত সন্তানকে জীবিত করেছেন। এব্যাপারে আপনার মতামত জানেতে চাই

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিষয়টি কোন সহীহ কিংবা যয়ীফ হাদীসে আমরা পাই নি। আর এই ধরনের ঘটনা জাল হওয়াটাই যুক্তিযুক্ত। আল্লাহ তায়ালা ভাল জানেন।