আমদের বিয়ে হয়েছে ৪মাস। আমার এই মাসে পিরিয়ড এ ১০ দিন লেইট এজন্য আমি ইউরিন টেস্ট করেছি এবং পজেটিব এসেছে। কিন্তু আমরা এখন প্রস্তুত নই। এ অবস্থায় নিতে না চাইলে বা গর্ভপাত করলে গুনাহ হবে। প্লিজ জানাবেন।
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5175
অর্থনৈতিক
প্রকাশকাল: 31 Mar 2020
আমদের বিয়ে হয়েছে ৪মাস। আমার এই মাসে পিরিয়ড এ ১০ দিন লেইট এজন্য আমি ইউরিন টেস্ট করেছি এবং পজেটিব এসেছে। কিন্তু আমরা এখন প্রস্তুত নই। এ অবস্থায় নিতে না চাইলে বা গর্ভপাত করলে গুনাহ হবে। প্লিজ জানাবেন।