As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5164

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 20 Mar 2020

প্রশ্ন

বাবা সাথে সন্তানের কোন যোগাযোগ নেই জন্ম থেকে ১৬বছর পর্যন্ত। পরে ছেলে বাবার সাথে যোগাযোগ করে বা করার চেষ্টা করে। এখন সমস্যা হচ্ছে মা ছেলেকে ওয়াদা করাইছে যেন কোন দিন বাবার সাথে যোগাযোগ না করে। এখন শরিয়ত কি বলে?মার ওয়াদা পালন করবে নাকি বাবার সাথে যোগাযোগ করবে?

উত্তর

না, মায়ের এই ওয়াদা করানো ঠিক হয় নি। এই ওয়াদা পালন করতে ছেলে বাধ্য নয়।ছেলের জন্য বাব-মা উভয়ের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা আবশ্যক। পিত যদি অসহায় হয়ে পড়ে তার দেখা-শোনা করা, প্রয়োজনে অর্থনৈতিক সহায়তা করা জন্য আবশ্যক।