As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5160

ঈমান

প্রকাশকাল: 16 Mar 2020

প্রশ্ন

আমি কথাবার্তা বলার সময় জল, স্নান(সংস্কৃত) সহ বেশ কিছু বাংলা শব্দ ব্যবহার করি যা বাংলা ভাষার প্রতি ভালবাসার কারণেই বলে থাকি,কিন্তু তা আপাত দৃষ্টিতে হিন্দু সম্প্রদায়ের সাথে মিলে যায় আর নবী (সঃ) বলেছেন তোমরা অন্য সম্প্রদায়ের অনুকরণ করো না। এখন ঐ বাংলা শব্দ গুলো ব্যবহার করলে ঈমানের কোন ক্ষতি হবে কি?

উত্তর

বাংলাদেশের মুসলিমরা পানি, গোসল শব্দ ব্যাহার করে। এগুলো এখন বাংলা ভাষারই অংশ। আপনি বাংলা ভাষাকে ভালোবেসে এগুলো ব্যবহার করলেও তো ক্ষতি নেই। ঈমানের ক্ষতি হবে, বলছি না, তবে আপনি বিনা প্রয়োজনে কেন ওগুলো ব্যবহার করছেন তা বোধ্যগম্য নয়, যে শব্দগুলো সাধারণত অন্য ধর্মের লোকেরা ব্যবহার করে থাকে।