As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5147

শিরক-বিদআত

প্রকাশকাল: 3 Mar 2020

প্রশ্ন

এক মুসলিম ভাই,শয়তানের ধোকায় পরে ইন্টারনেট থেকে অশ্লীল ভিডিও ডাউনলোড করার সময় নেটওয়ার্ক সমস্যার কারণে সে মনে মনে একরকম ধারণা পোষণ করলে যে,(শয়তান যেন তাকে সাহায্য করে যাতে তাড়াতাড়ি অশ্লীল ভিডিও ডাউনলোড করতে পারে))..উল্লেখযোগ্য মুসলিম ভাইটি অশ্লীল ভিডিও দেখার জন্য ভিষণ উত্তেজিত অবস্থায় ছিল…… এখন আমার প্রশ্নটি হচ্ছে…. ওই মুসলিম ভাইটি কি কোন বড় শিরক করে ফেললো? আর যদি শিরক করেই ফেলে তাহলে তাকে কিভাবে ইসলামে প্রবেশ করতে হবে?এক্ষেত্রে কি তাকে কোন আলেমের কাছে কালিমা পড়ার জন্য যেতে হবে না নিজে নিজে কালিমা শাহাদাত পড়লেই হবে?

উত্তর

উক্ত কাজের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, এবং ভবিষ্যতে এই কাজে না জাড়ানোর দৃঢ় অঙ্গিকার করে আল্লাহর কাছে তওবা করবে। কোন আলেমের কাছে শাহাদাহ পড়ার দরকার নেই। তবে পাপ থেকে দূরে থাকার জন্য কোন আলেমের পরামর্শ অনুযাীয় চলা তার জন্য খুবই ফলদায়ক হবে আশা করি।