As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5144

যাকাত

প্রকাশকাল: 29 Feb 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার কাছে নিসাব পরিমাণ স্বর্ণ আছে, যার কারণে আমাকে যাকাত আদায় করতে হয়। কিন্তু বর্তমানে আমার কাছে কোন নগদ অর্থ নাই। এক্ষেত্রে আমার উপর যাকাত ফরয কিনা। যদি ফরয হয় আমি কিভাবে তা আদায় করতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যতটুকু স্বর্ণ যাকাত দিতে হবে সেটা আলাদা করে বিক্রি করে গরীব মানুষকে টাকা দিয়ে দিতে পারেন। অথবা কারো থেকে যাকাত পরিমাণ টাকা কর্য করে যাকাত দিয়ে দিবেন। পরে সেই টাকা পরিষোধ করবেন।