ওয়া আলাইকুমুস সালাম।প্রসিদ্ধ চার মাজহের মধ্যে তিন মাজাহাবের আলেমদের নিকট অর্থাৎ শাফেয়ী, হাম্বলী ও মালেকি মাজহাবে জুমুআর সালাত আদায় করার জন্য এগুলো শর্ত নয়। কিছু মানুষ একত্রিত হয়ে যে কোন জায়গাতে জুমুআর সালাত আদায় করতে পারবে। শহর ও গ্রামের হুকুম একই। উভয় জায়গাতে জুমুআর সালাত বৈধ। শুধুমাত্র হানাফী মাজহাবে জুমুআর সালাত সহীহ হওয়র জন্য একটি শর্ত হলো শহর হওয়া। হানাফী আলেমদের নিকট শহর হলো যেখানে সরকারের প্রতিনিধি উপস্থিত থাকে এবং (কম-বেশী) বিচারের ব্যবস্থা থাকে। এই হিসেবে আমাদের দেশের সকল গ্রামই শহর। কারণ প্রতিটি গ্রামেই ইউনিয়ন পরিষদের মেম্বর থাকে। ছোট-খাটো বিচার, গ্রাম্য বিভিন্ন বিবাদের তারা ফয়সালা করেন। সুতরাং বাংলাদেশের গ্রামগুলোতে জুমুআর সালাত আদায় করতে কোন সমস্যা নেই। হাদীসের আলোকে ১ম মতটি অর্থাৎ শহরের কোন শর্ত না করাটা অগ্রগণ্য। প্রয়োজনে আরো বিস্তারিতজানতে দেখতে পারেন পারেনhttps://www.islamweb.net/ar/fatwa/7637/%D8%B4%D8%B1%D9%88%D8%B7-%D8%B5%D9%84%D8%A7%D8%A9-%D8%A7%D9%84%D8%AC%D9%85%D8%B9%D8%A9