As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5140

যাকাত

প্রকাশকাল: 25 Feb 2020

প্রশ্ন

সরকারি চাকরি করা কি জায়েজ?..আমাকে একটু জবাবটা দেন দয়া করে,আমার পড়াশোনা শেষ হয়ছে,এখন আমি সিভিল সার্ভিস চাকরির জন্য পড়াশোনা শুরু করতে চাই, এইজন্য একটু জেনে নিতে চাই এইসব চাকরি জায়েজ নাকি একজন মুসলমানের জন্য,দয়া করে আমার জবাবটা দিবেন

উত্তর

সরাসরি হারাম কাজ করতে হয় না, এমন সরকারী চাকুরী জায়েজ। তবে সরাসরি হারাম কাজ করতে হয় এমন সরকারী চাকুরী জায়েজ নেই। যেমন ব্যাংক, বীমাতে চাকুরী করা জায়েজ হবে না, সরাসরি সুদের কাজ হওয়ার কারণে। বিচারক হওয়া যাবে না, সরাসরি আল্লাহর আইনের বাইরে বিচার করতে হবে, এই কারণে। অন্যান্য বিভাগ, যেখানে হারাম কাজ করতে হয় না, সেখানে সরকারী চাকুরী জায়েজ।