As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 514

আদব আখলাক

প্রকাশকাল: 27 Jun 2007

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, অনেকেই ইসলাম এর কথা বলতে গিয়ে অন্য ধর্মের দেবতাদের খারাপ কথা বলে, এটা সম্পর্কে ইসলাম কি বলে? কুরআন্ ও সহিহ হাদিস এর আলোকে উত্তরটা দিলে খুশি হব.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ অর্থ: যারা আল্লাহ ছাড়া অন্য কারো ডাকে (ইবাদত করে) তোমার তাদেরকে গালি দিয়ো না, কেননা না জানার কারণে হয়তো তারা আল্লাহকেই গালি দিবে। সুরা আনয়াম ১০৮। এই আয়াতে আল্লাহ ব্যাতিত অন্য কোন ইলাহ কিংবা দেবদেবীর উপাস্যদের গালী দিতে নিষেধ করা হয়েছে। সুতরাং কারো জন্য উচিত নয় দেবদেবীর কিংবা অন্য কোন ইলাহ বা উপাস্যদের ব্যাপারে খারাপ কথা বলা। তবে দেবদেবী যে ইলাহ হওয়ার যোগ্যত রাখে না এটা যুক্তির সাথে বলা যাবে বরং বলতে হবে। কুরআনুল কারীমের বহু আয়তে মূর্তি যে ইলাহ হওয়ার যোগত্য রাখে না সেই বিষয়ে উদাহরণ দিয়ে বুঝানো হয়েছে। নিচের আয়তটি লক্ষ করুন: وَاذْكُرْ فِي الْكِتَابِ إِبْرَاهِيْمَ إِنَّهُ كَانَ صِدِّيْقاً نَّبِيًّا، إِذْ قَالَ لِأَبِيْهِ يَا أَبَتِ لِمَ تَعْبُدُ مَا لاَ يَسْمَعُ وَلاَ يُبْصِرُ وَلاَ يُغْنِي عَنكَ شَيْئاً، يَا أَبَتِ إِنِّي قَدْ جَاءنِيْ مِنَ الْعِلْمِ مَا لَمْ يَأْتِكَ فَاتَّبِعْنِيْ أَهْدِكَ صِرَاطاً سَوِيّاً، يَا أَبَتِ لاَ تَعْبُدِ الشَّيْطَانَ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلرَّحْمَنِ عَصِيّاً، يَا أَبَتِ إِنِّيْ أَخَافُ أَن يَمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمَن فَتَكُوْنَ لِلشَّيْطَانِ وَلِيّاً-(مريم ৪১-৪৫)- তুমি এই কিতাবে ইবরাহীমের কথা বর্ণনা কর। নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী। যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা! তুমি তার পূজা কেন কর, যে শোনে না, দেখে না এবং তোমার কোন উপকারে আসে না?)। হে আমার পিতা! আমার কাছে এমন জ্ঞান এসেছে, যা তোমার কাছে আসেনি। অতএব তুমি আমার অনুসরণ কর। আমি তোমাকে সরল পথ দেখাব। হে আমার পিতা! শয়তানের পূজা করো না। নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা! আমি আশংকা করছি যে, দয়াময়ের একটি আযাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে।2মারিয়াম ৪১-৪৫