As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5125

সালাত

প্রকাশকাল: 10 Feb 2020

প্রশ্ন

আস সালামু আলাইকুম,
আমার নামাজ সাধারণত কাযা হয় না, কিন্তু মাঝে মাঝে কাযা হয় এবং পরবর্তী ওয়াক্তের জামাতের সময় ও হয়ে যায়। পরবর্তী ওয়াক্তের জামাত শুরু হয়ে গেলে আমি কি জামাতে শরিক হয়ে যাব এবং জামাত শেষে কাযা আদায় করব? নাকি কাযা আদায় করার পর যতটুকু জামাত পাই তাতে অংশ নিব অথবা, অথবা জামাত না পেলে নিজে নিজে আদায় করে নিব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পরবর্তী ওয়াক্তের জামাত শুরু হয়ে গেলে পরবর্তীয় ওয়াক্তের নামায জামাতে পড়া শেষ করে আগের কাজা নামায পড়বেন। শুধু ফরজ নামাযের কাজা করবেন, সুন্নাতের নয়। শুধুমাত্র ফজরের সুন্নাত যদি ফরজের আগে পড়ার সময় না পান তাহলে ফরজের পর অথবা সূর্য উঠার পর আদায় করবেন।