আসসালামু আলাইকুমু।মলত্যাগের পর ও প্রস্রাবের পর ওযু করা জরুরী বা বাধ্যতামূলক কিনা?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। যে সমস্ত ইবাদত করতে ওযুর প্রয়োজন হয় সে ধরণের কোন ইবাদত করতে চাইলেই কেবল মলত্যাগের পর ও প্রস্রাবের পর ওযু করা জরুরী বা বাধ্যতামূলক। এছাড়া ওযু করা জরুরী নয়।