ওয়া আলাইকুমুস সালাম। ইমাম সাহেব যে ওয়াক্তের সালাত আদায় করছে পিছনের কোন ব্যক্তি সে ওয়াক্তের সালাতে বাদে অন্য কোন ফরজ সালাতের নিয়ত করলে সেই ব্যক্তির সালাত হানাফী ও মালেকী মাজহাবের মত অনুযায়ী শুদ্ধ হবে না, আদায় হবে না। হাসান বসরী, ইমাম যুহরীসহ বহু ফকীহ এই কথায় বলেছেন যে, সালাত আদায় হবে না। শাফেয়ী ও হাম্বলী মাজহাবের মত অনুযায়ী শুদ্ধ হবে। কোন হাদীসে এমন নেই যে, রাসূলুল্লাহ সা. বা কোন সাহাবী ফরজ সালাত পড়াচ্ছিলেন আর পিছনে কেউ এসে অন্য ফরজ সালাত আদায় করেছে। একটি হাদীসে আছে সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাসূলুল্লাহ সা. এর সাথে এশার সালাত আদায় করে, তার এলাকায় গিয়ে অন্যদের এশার ফরজ সালাত পড়িয়েছিলেন। আর এই সালাত মুয়াজ রা. এর জন্য নফল ছিল। বুখরী ও মুসলিম শরীফে হাদীসটি আছে।এখান থেকে শাফেয়ী ও হাম্বলী ফকীহগণ বলেন, এক ফরজ আদায়কারী ইমামের পিছনে অন্য ফরজ আদায়কারী মুক্তাদির সালাত শুদ্ধ হবে।
এই ধরণের আমল করে মতবিরোধের ভিতর প্রবেশ করা উচিত হবে না। ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেব যে সালাত আদায় করবে সেই সালাতই আদায় করা উচিত। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন https://www.islamweb.net/ar/fatwa/70656/%D9%85%D8%B0%D8%A7%D9%87%D8%A8-%D8%A7%D9%84%D8%B9%D9%84%D9%85%D8%A7%D8%A1-%D9%81%D9%8A-%D8%A7%D8%AE%D8%AA%D9%84%D8%A7%D9%81-%D9%86%D9%8A%D8%A9-%D8%A7%D9%84%D8%A5%D9%85%D8%A7%D9%85-%D9%88%D8%A7%D9%84%D9%85%D8%A3%D9%85%D9%88%D9%85