আসসালামুয়ালাইকুম। হাদীসে রয়েছে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন সিজদার বেশি বেশি দোয়া করতে, আমার প্রশ্ন হল এটা কি নামাযের সিজদা? ইমামের পিছনে সালাত আদায়ের ক্ষেত্রেও কি দোয়া করতে পারব?এবং দয়া করে জানাবেন সেজদায় কি কোরানুল কারিম থেকে দোয়া করা যাবে? যাযাকাল্লহু খায়রন।