As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5111

নামায

প্রকাশকাল: 27 Jan 2020

প্রশ্ন

শাইখ, আমি হানাফি মাজহাব অনুযায়ি চলি! কিন্তু আমি যখন মসজিদে ফরয নামাজ পরি তখন রফউল ইয়াদাইন করিনা! আবার বাসায় সুন্নাত/নফল পড়লে নিয়মিত রফউল ইয়াদাইন করি! আর তাশাহহুদের সময় আত্তাহিইয়াতু, দরূদ, দোয়ায়ে মাসূরার শুরু থেকে শেষ পর্যন্ত আঙুল উঠিয়ে রাখি কিন্তু আংগুল নাড়ায় না। এখন আমার প্রশ্ন হচ্ছে, ১. রফউল ইয়াদাইন করলে কি নামাজের ক্ষতি হবে? বা নামাজ মাকরূহ হবে? কারণ অনেকে দেখছি বলে রফউল ইয়াদাইন বাতিল হয়ে গেছে!
২. রফউল ইয়াদাইন করলে মাযহাব নষ্ট হবে? ৩. আমি নামাযে যেভাবে ইশারা করি এইটা কি ঠিক?
আশা করি দ্রুত আমি আমার প্রশ্নের উত্তর পাবো।

উত্তর

রাফউল ইয়াদাইনে নামাযের কোন ক্ষতি হবে না, মাকরুহ হবে না। মাজহাবও নষ্ট হবে না। জ্বী, এভাবে ইশারা করা যাবে।