১. আমাদের মসজিদে ইমামের বাইরে এক বাক্তি আছে যার দাঁড়ি ছোট যেটাকে খোঁচা খোঁচা বলে, তার থেকেও অন্নের দাঁড়িও বড় আছে আবার কিরাতও বেশি ভালো, কিন্তু ঐ বাক্তি সালাতের সময়ে থাকলে আগেই সালাতের জন্য দাড়িয়ে যায় এমতাবস্থায় তার পিছনে সালাত আদায় করা যাবে কি?
২. অজুর সময়ে আজানের জবাব দেয়া যাবে কি?
৩. কোন অমুসলিমের সাথে দেখা হলে সালাম দেয়া যাবে কি? অনেক সময় হিন্দুকে আদাব বলি সম্মানের খাতিরে, এটা যাবে কিনা?