As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5095

শিরক-বিদআত

প্রকাশকাল: 11 Jan 2020

প্রশ্ন

আস সালামু আলাইকুম। সম্মানিত শাইখ,আমার প্রশ্ন হলো শির্ককারী ইমামের পিছনে নামাজ আদায় করলে আমিও কী শির্ককারী হবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলাম থেকে বের হয়ে যায় এমন শিরক করলে তার পিছনে নামায পড়া যাবে না। তার পিছনে নাাময হবে না। ছোট-খাটো শিরক বিদআতে লিপ্ত ইমামের পিছনে প্রয়োজনে নামায পড়া যাবে, এতে মুসল্লী শিরক বা বিদআতী হিসেবে গণ্য হবে না।তবে ভালো ইমাম যে মসজিদে আছে সেখানে নামায পড়া উত্তম।