As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 509

নামায

প্রকাশকাল: 22 Jun 2007

প্রশ্ন

প্রশ্ন ১) স্যার জোহর আর আসরের সালাতে ইমাম সাহেবের পিছনে আমি শুধু সুরা ফাতিহা পড়ি। আমার প্রশ্ন হলো-প্রথম দুই রাকাতে আমি সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলাবো কি?
প্রশ্ন ২) বিতরের নামায এক রাকাত পড়লে কোন সমস্যা আছে কি?
প্রশ্ন ৩) সুর্যদয়ের টাইম যদি ৫ঃ৩০ হয় তবে কি এরপরের ২৩ মিনিট মানে ৫ঃ৫৩ এর পর নামায পড়বো নাকি এই ২৩ মিনিট হলো ৫ঃ৩০ এর আগের ১২ মিনিট আর পরে ১১ মিনিট? সূর্যাস্তের ক্ষেত্রে নিয়মটা কি?
প্রশ্ন ৪) আপনি আপনার মুনাযাত ও নামায বই এ সেজদাহ এর মধ্যে যেসব দোয়ার উল্লেখ করেছেন তা কি ফরজ নামাযের ক্ষেত্রে পড়তে পারবো?

উত্তর

১। আপনি যদি পড়তে চান,তাহলে শুধু মাত্র সুরা ফাতিহা পড়তে পারেন। ইমামের সাথে সুরা ফাতিহা ব্যতিত অন্য কোন সুরা মিলানোর প্রয়োজন নেই। ২।এক রাকাত বলতে মূলত কোন নেই। রাসুল সা. শুধুমাত্র এক রাকাত সালাত পড়েছেন যার আগে কোন নফল সালাত পড়েননি এমন বর্ণনা পাওয়া যায় না। হাদীসের আলোকে আপনি যা করতে পারেন তা হল, ২ রাকাত নফল সালাত পড়ে আপনি সালাম ফিরাবেন অতঃপর ১ রাকাত সালাত পড়বেন। হাদীসের আলোকে এমনটি করাই জোরালো বলে মনে হয়। বিতর সালাত বিষয়ে বিস্তারিত জানতে দেখুন, রাহে রেলায়াত পৃষ্ঠা ৪১৩-৪১৭। ৩। সূর্যদয়ের পর থেকেই হিসাব শুরু হবে,এর আগ থেকে নয়। কুরআনে এবং হাদীসে উল্লেখিত যে কোন দুআ ফরজ নামাযের ক্ষেত্রে পড়তে পারবেন।