প্রশ্ন ১) স্যার জোহর আর আসরের সালাতে ইমাম সাহেবের পিছনে আমি শুধু সুরা ফাতিহা পড়ি। আমার প্রশ্ন হলো-প্রথম দুই রাকাতে আমি সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলাবো কি?
প্রশ্ন ২) বিতরের নামায এক রাকাত পড়লে কোন সমস্যা আছে কি?
প্রশ্ন ৩) সুর্যদয়ের টাইম যদি ৫ঃ৩০ হয় তবে কি এরপরের ২৩ মিনিট মানে ৫ঃ৫৩ এর পর নামায পড়বো নাকি এই ২৩ মিনিট হলো ৫ঃ৩০ এর আগের ১২ মিনিট আর পরে ১১ মিনিট? সূর্যাস্তের ক্ষেত্রে নিয়মটা কি?
প্রশ্ন ৪) আপনি আপনার মুনাযাত ও নামায বই এ সেজদাহ এর মধ্যে যেসব দোয়ার উল্লেখ করেছেন তা কি ফরজ নামাযের ক্ষেত্রে পড়তে পারবো?