As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5069

বিবিধ

প্রকাশকাল: 16 Dec 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ! মাকতাবাতুস সুন্নাহ কর্তৃক প্রকাশিত ইমাম বারবাহারী (রাহিঃ) এর শারহুস সুন্নাহ বইটি কি সহীহ? এ সম্পর্কে জানতে চাচ্ছি। অনেকেই বলেন, বইটি ইমাম বারবাহারী (রাহিঃ) এর লেখা নয় বা আদৌ উনার লেখা কিনা সন্দেহ রয়েছে। এ সম্পর্কে কিছুটা বিস্তারিত বললে অনেক উপকৃত হই!!
আপনাদের এই কার্যক্রম সত্যিই প্রশান্তিদায়ক! আল্লাহ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিঃ) সহ আস সুন্নাহ ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট সকলকে দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দিন। আমীন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শায়েখ ড. আবু বকর জাকারিয়া মজুমদার হাফি.কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিভিন্ন সূত্রের উপর নির্ভর করে বইটি ইমাম বারবাহারী (রাহিঃ) এর লেখা বলেই মনে হয়। তিনি আরো বলেছেন, বইটি মোটের উপর ভালো, বইটিতে বিদআত সম্পর্কে শক্ত ভাষা থাকার কারণে বিদআতিরা ইমাম সাহেবকে ভালো চোখে দেখেন না।