As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5066

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 13 Dec 2019

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমরা জানি যে,তাহাজ্জুদের সময় মহান আল্লাহ ১ম আসমানে এসে আমাদের ডেকে ক্ষমার কথা বলতে থাকেন। আমার প্রশ্ন হচ্ছে যে, একেক দেশে তো তাহাজ্জুদের সময় ভিন্ন ভিন্ন! যেমন- আর্জেন্টিনা নামক দেশে যখন রাত ৩ঃ৪৫ বাজে তখন আমাদের বাংলাদেশে দুপুর ১২ঃ৪৫! আবার আমাদের বাংলাদেশে যখন রাত ৩ঃ৪৫ হয় তখন নিউজিল্যান্ড নামক দেশে সকাল ১১ঃ৪৫ হয়! এভাবে পৃথিবীর কোথাও না কোথাও সকাল-দুপুর থাকে ও তাহাজ্জুদের সময় ও থাকে! তাহলে আল্লাহ কি সব সময় ১ম আসমানে থাকে? বিষয়টি একটু জানাবেন! ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর আসা, থাকা এগুলো মানুষের মত বা অন্য কোন কিছুর মত, এমন কল্পনা করা যাবে না। এমন কল্পনা থেকেই মূলত আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন উত্থাপিত হয়। সহীহ হাদীসে আছে, আল্লাহ রাতের এক তৃতীয়াংশ পর প্রথম আসমানে আসেন, মানুষের কথা শোনেন। তাই আমরা বিশ্বাস করি, পৃথিবীর সকল স্থানে আল্লাহ রাতের এক তৃতীয়াংশ পর প্রথম আসমানে আসেন, মানুষের দোআ কবুল করেন। আমরা বিশ্বাস করি এই আসা মানুষের আসার মত নয়, তিনি কীভাবে আসেন, তা আমাদের চিন্তার বাইরে, তার আসার ধরণ আমরা জানি না। সব সময় প্রথম আসমানে থাকেন এমন কথা হাদীসে নেই, সুতরাং এমন বলা যাবে না।