আসসালামুয়ালাইকুম, আমরা জানি যে,তাহাজ্জুদের সময় মহান আল্লাহ ১ম আসমানে এসে আমাদের ডেকে ক্ষমার কথা বলতে থাকেন। আমার প্রশ্ন হচ্ছে যে, একেক দেশে তো তাহাজ্জুদের সময় ভিন্ন ভিন্ন! যেমন- আর্জেন্টিনা নামক দেশে যখন রাত ৩ঃ৪৫ বাজে তখন আমাদের বাংলাদেশে দুপুর ১২ঃ৪৫! আবার আমাদের বাংলাদেশে যখন রাত ৩ঃ৪৫ হয় তখন নিউজিল্যান্ড নামক দেশে সকাল ১১ঃ৪৫ হয়! এভাবে পৃথিবীর কোথাও না কোথাও সকাল-দুপুর থাকে ও তাহাজ্জুদের সময় ও থাকে! তাহলে আল্লাহ কি সব সময় ১ম আসমানে থাকে? বিষয়টি একটু জানাবেন! ধন্যবাদ