As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5058

বিবাহ-তালাক

প্রকাশকাল: 5 Dec 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একজন দ্বীনদার পাত্রী পেয়েছি তাকে বিয়ে করতে চাই কিন্তু তার বাবার একমাত্র আয়ের উৎস ব্যাংকিং পেশায় চাকুরী। এখন কি আমি সেই মেয়েকে বিয়ে করতে পারব? তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক কিভাবে রক্ষিত হবে, তাদের দেয়া কোন উপহার গ্রহণ করা, তাদের বাড়িতে খাওয়া এসব কিভাবে মেইনটেইন করা যাবে….?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মুসলিম হিসেবে সেই মেয়েকে আপনার বিয়ে করা জায়েজ। তবে যার আয়ের উৎস হারাম তার থেকে কোন ধরণের আর্থিক সহায়তা বা উপহার নেয়া যাবে না। আয়ের উৎস হারাম হলে সেই পরিবারের সাথে ইচ্ছাকৃত এভাবে আত্মীয়তা না করা একজন প্রকৃত মূমিনের কর্তব্য। প্রয়োজনে ফোন করবেন 01734717299 যে কোন দিন এশার পর।