As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5051

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 Nov 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ।কিভাবে তওবা করলে যিনার গুনাহ গুলো মুছে যাবে। প্লিজ জানাবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, وَالَّذِينَ لا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهاً آخَرَ وَلا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَاماً يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَاناً إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلاً صَالِحاً فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُوراً رَحِيماً যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না, অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে না, ব্যভিচারে লিপ্ত হয় না তাদের আরযারা এসব কাজ করে তার বিরাট গুনাহের সাথে যুক্ত হয়ে পড়লো, কিয়ামতের দিন তাদের দ্বিগুন শাস্তি দেওয়া হবে এবং তারা অপমানজনকভাবে শাস্তির মধ্যে থাকবে, তবে যারা এসব গুনাহের পর তওবা করবে এবং সৎ আমল করবে আল্লাহ তাদের পাপসমূহ সওয়াবে পরিবর্তন করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়। সূরা ফুরকান, আয়াত ৬৮-৭০। পাপের জন্য লজ্জিত হয়ে, ভবিষ্যতে উক্ত পাপে না জড়ানোর দৃঢ় শপথ করে, পরিপূর্ণ নত হয়ে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তায়ালা সব ধরণের পাপ ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সব পাপ থেকে বিরত রাখুন।