টাইলস, আয়না, লোহর তৈরী কোন বস্তু বা এ জাতায় জিনিস যার মধ্যে নাপাক প্রবেশ করার কোন সম্ভব নয়, সেগুলো নাপাক থেকে পাক করার পদ্ধতি হলো সেই নাপাকী কাপড়, টিস্যু বা যে কোন জিনিস দ্বারা মুছে ফেলতে হবে, কোন নাপাকী যেন অবশিষ্ট না থাকে সেটা দেখতে হবে। ভিজা কাপড় হলে ভালো, তবে শুকনা কাপড় দিয়ে মুছলেও পাক হবে।