As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5048

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 Nov 2019

প্রশ্ন

নিজের বাগানে উৎপাদিত লেবুর উশরের বিধান কেমন হবে? লেবু হিসেব করে না লেবু বিক্রিয়লব্ধ টাকা হিসেব করে, উশর দিতে হবে?
উশরের টাকার পরিবর্তে সমমূল্যের জিনিসপত্র কি, পরিবারের অন্য কিছু থেকে দেওয়া যাবে?
যেমনঃ ১০০ টাকা উশরের পরিবর্তে ২কেজি চাল/১.৫ মণ জ্বালানি-খড়ি বা অন্য কিছু পরিবারের অন্য সম্পদ / ব্যবহার্য জিনিস থেকে দেওয়া যাবে কি?

উত্তর

লেবু মানুষকে উশর হিসেবে দেওয়ার চেয়ে লেবু বিক্রিয়লব্ধ টাকা হিসেব করে দেওয়াটা মানুষের জন্য বেশী উপকারী। লেবু বিক্রি করে যত টাকা হবে তার ৫% টাকা উশর হিসেবে দিবেন। উশরের টাকার পরিবর্তে সমমূল্যের জিনিসপত্র দেওয়া যাবে। বিস্তারিত দলীলপ্রমাণসহ জানতে পড়ুন শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি.রচিত বাংলাদেশে ফসলের যাকাত বইটি।